Cover

ভারতের জগদীশ রায় মহাশয় মূলত এই বইয়ের জেরক্স কপি বাংলাদেশ থেকে সংগ্রহ করেন ও তা Scan করে দেন।
অন্যদিকে বাংলাদেশের স্বরোচিষ সরকার মহাশয় ব্রিটিশ লাইব্রেরীতে বইখানা খুঁজে পেয়ে বইটির কভারের ছবি তুলেছিলেন। সেই তোলা ছবির রেজুলেশন কম থাকায় তা দেখে কেবল কভারটি পুনরায় তৈরি করা হয়।
কেবল কভারই নয়, তিনি উৎসর্গপত্র পাতার ছবিও তুলেছিলেন।সেখান থেকে ধারণা নিয়ে উৎসর্গপত্র যোগ করা হয়।

শ্রীশ্রীহরিলীলামৃত এর প্রথম মুদ্রণের বইকে হুবহু অনলাইনে প্রকাশ।

অবদান

ফণীন্দ্র নাথ বিশ্বাস
- typing of text from the book -

ব্রজেন্দ্রনাথ সরকার
- typing of text from the book -

জগদীশ রায়
- পুরো বই Scan করেছেন। ইনিই বইটির জেরক্স কপি সংগ্রহ করেছেন-

কৌশিক রায়
- typing, images editing, web programming and publishing -

উদ্দ্যেশ্য

বর্তমান ও আগামীর নিয়ত পরিবর্তনশীল লীলামৃতের মাঝে অতীতের আসলটি যেন হারিয়ে না যায় সে উদ্দ্যেশ্যেই লীলামৃতের প্রথম মুদ্রণের বইকে হুবহু অনলাইনে প্রকাশ করার প্রচষ্টা এটি।

হুবহু প্রকাশ বলতে বোঝানো হচ্ছে

  1. টাইপিং করা লেখা বইয়ের পাতার ছবি অনুযায়ী পাশাপাশি সাজানো।
  2. ভুল বানান সেভাবেই ভুল হিসেবে লেখা।
  3. তবে সম্ভাব্য correctionটি নিচে আলাদাভাবে দিয়ে দেয়া।
  4. যদি বইয়ের পাতার ছবিতে কোনো বাক্য/শব্দ/বানান বোঝা না যায় তবে উপযুক্ত রেফারেন্স দিয়ে তা পূরণ করা। যদি তা সম্ভবপর না হয় তবে ঐ স্থানটি খালি রেখে সম্ভাব্য বাক্য/শব্দ/বানান নিচে আলাদাভাবে উল্লেখ করা।
  5. দরকারী টীকা ও লিংক আলাদাভাবে পাতার নিচে উল্লেখ করা।

কিছু কাজ চলছে

ওপরের A নং কাজ হয়েছে।

B. C. D. E. নং কাজ প্রক্রিয়াধীন আছে।

তবে ভালো খবরটা হচ্ছে কাজটা এখন যে কেউ করতে পারেন। বইয়ের পাতার ছবি আছে, টাইপ করা লেখা পাশাপাশি আছে। যে কেউ লেখা মিলিয়ে অমিল/correction নির্দিষ্ট করে তা মেইলের মাধ্যমে জানিয়ে দিলে সেসব দেখে সেই অনুযায়ী সাইটে correction/যুক্ত করে দেয়া হবে।