Page: 1st

শ্রীশ্রীহরি লীলামৃত১ম পৃষ্ঠা

শ্রীশ্রীহরিলীলামৃত।


কবি রসরাজ মহোদয় কৃত এই গ্রন্থে মহাপ্রভুর আজীবন-
জীবনী, অর্থাৎ জন্ম, বাল্যখেলা, কৃষিকার্য্য, বাণিজ্য,
শ্রীক্ষেত্র হইতে প্রসাদ প্রেরণ, লীলা-
প্রকাশ প্রাচুর্য্য, প্রভৃতি বহুতর
উপদেশপূর্ণ রচনাবলী
সম্বলিত।



কবি রসরাজ

শ্রীযুক্ত তারকচন্দ্র সরকার কর্ত্তৃক

প্রণীত।



পোঃ ওলপুর, সাং দুর্গাপুর, জেলা ফরিদপুর হইতে

শ্রীহরিবর সরকার কর্ত্তৃক

প্রকাশিত।

১৩২৩ সাল।


মুল্য ২ দুই টাকা মাত্র।