Page: 241

শ্রীশ্রীহরি লীলামৃতপৃষ্ঠা নং : ২৪১

কিছুকাল পরে তাহা হ’ল সম্বরণ।
পুনরায় মতুয়ারা জুড়িল কীর্তন।।

গীত।

আমার গৌরাঙ্গ এল সেজে আয়রে কাজী আয়
কাজী আয় কাজী আয় কাজী আয় কাজী আয়
কা’ল ভেঙ্গেছিস খোল করতাল আ'জ যাবি কোথায়।।
আমরা ব্রহ্মা বিষ্ণু শিব মানিনে তুই লাগিস কোথায়।।

পয়ার।

গাইতে গাইতে পদ যায় চাপলিয়ে।
জ্ঞান হয় যেন যায় ভূমিকম্প হ’য়ে।।
চাপলিয়া গ্রামবাসী যত লোক ছিল।
শুকচাঁদ মণ্ডলের বাড়ীতে আসিল।।
স্ত্রী পুরুষ বাল্য বৃদ্ধ বারো আনা প্রায়।
গ্রামের যতেক হিন্দু আইল তথায়।।
এ দিকে মতুয়া চলে দুই ভাগ হ’য়ে।
এক ভাগ বাড়ীপর উঠিলেন গিয়ে।।
বাড়ীর উপরে গিয়া বলে হরি বোল।
প্রেমানন্দে মহানন্দ নাচিছে কেবল।।
মতুয়ারা যত ছিল বাড়ীর উপরে।
তাদের পাগল বলে তাড়া উহাদেরে।।
বাড়ীর নীচায় যারা করে হই হই।
উঠিতে পারে না যেন সবাকারে কই।।
গ্রামবাসী যারা বাড়ী পরে হরি বলে।
সবলোকে মহানন্দ তাড়াইয়া দিলে।।
হাঁড়ি কাঁধা ইটা চেঙ্গা আনিয়া সত্বর।
বলে তোরা ইহাদিকে ইহা ফেলে মা’র।।
কোনমতে ইহাদিকে উঠিতে না দিবি।
ওরা যদি বাড়ী ওঠে তোরা মা’র খাবি।।
পূর্ণচন্দ্র অধিকারী উঠিল অগ্রেতে।
দুই চারি ঢিলা ঘায় নামিল নিম্নেতে।।
পাগল কহিছে না উঠিস বাড়ীপর।
কি করিবি তোদেরে বা কেটা করে ডর।।
প্রাণ ভয় থাকে যদি প্রাণ লয়ে পালা।
এদেশেতে খাটিবে না হই হই বলা।।
চন্দ্রকান্ত মল্লিক সে পদুমা নিবাসী।
বাড়ীর নিকটে সেও উত্তরিল আসি।।
সে পূর্ণ অধিকারীর করেতে ধরিয়া।
বাড়ীর উপরে পড়ে এক লম্ফ দিয়া।।
ত্রেতা যুগ হ’তে যেন আইল বানর।
তেমনি লাফিয়া পড়ে বাড়ীর ভিতর।।
শ্রীহরিপাল তারক অক্ষয় ঠাকুর।
বাড়ী প’রে বলে নেড়ে যাবি কতদূর।।
মারামারি দেখি মার খাইতে এলাম।
মরি যদি ফিরিব না দিব হরিনাম।।
ঘরে পরে করে ধ’রে হরিনাম দিব।
শ্রীহরিচাঁদের প্রেম ফিরায়ে কি নিব।।
ঝাঁকে পড়ে কাঁধা চাড়া চেঙ্গা আর ইট।
মার মার বলিয়া পাতিয়া দিল পিঠ।।
দুই দিকে নাচিছে পাগল মহানন্দ।
মার মার মার বলি পরম আনন্দ।।
বাড়ীর উপরে এল মার মার মার।
ভয় নাই যারে পাই তারে ধরি মার।।
মার মার কোথাকার ছার হরিবোলা।
হরিবোলা মারিয়া হ’বরে হরিবোলা।।
হরিবোলারা উঠিল বাড়ীর উপর।
মেশামেশি দুই দলে হ’ল একত্তর।।
আর মারামারি নাই নাই গণ্ডগোল।
এ দলে ও দলে মিলে বলে হরিবোল।।
যাদব মল্লিক বলে জয় জয় জয়।
হরিচাঁদ জয় শ্রীগোলোকচাঁদ জয়।।
গুরুচাঁদ জয় জয় জয় হীরামন।
জয় জয় হরিচাঁদ পতিত পাবন।।
জয় জয় দশরথ ভক্তগণ জয়।
জয় যত হরিবোলা জয় মৃত্যুঞ্জয়।।
হরি বলে পড়ে ঢলে যাদব মল্লিক।
মতুয়ারা মাতোয়ারা নাই দিগ্বিদিক।।
কোলাকুলি ঢলাঢলি প্রেম আলিঙ্গন।
কেহ কেহ যায় মোহ ধুলায় পতন।।
ধুলায় ধূসর কেহ যায় গড়াগড়ি।
লম্ফ ঝম্ফ গাত্র কম্প প্রেমে হুড়াহুড়ি।।
চন্দ্রকান্ত মল্লিক পড়িয়া ভূমিতলে।
পাগলের পদ ধরি হরি হরি বলে।।
সংকীর্তন মধ্য হ’তে পাগল উঠিল।
লম্ফ দিয়া পশ্চিমের ঘরে প্রবেশিল।।
শান্ত নামে এক কন্যা মত্তা হরিনামে।
সতী সাধ্বী সুচরিত্রা শুদ্ধা ভক্তি প্রেমে।।
পাগলের প্রতি তার দৃঢ় ভক্তি রয়।
চারি ভাই তাহাদের নির্মল হৃদয়।।