Page: 191

শ্রীশ্রীহরি লীলামৃতপৃষ্ঠা নং : ১৯১

লালচাঁদ মালাকারের উপখ্যান

পয়ার

রাজপাট বাসী লালচাঁদ মালাকার।
হরিচাঁদ পদে নিষ্ঠা ভকতি তাহার।।
বৈশাখ মাসের শেষ হইয়াছে আম্র।
সুখ দৃশ্য ফলভরে শাখা সব নম্র।।
এক গাছে আম তার বড় মিষ্ট হয়।
‘বার্ষিক’ সে আম্র দেন প্রভুর সেবায়।।
প্রথম পাকিলে আম ঠাকুরকে এনে।
ঠাকুরের সেবা করে আনন্দিত মনে।।
কোনবার ওঢ়াকাঁদি দেন পাথাইয়া।
কোনবার দেন আম কিনিয়া আনিয়া।।
মাঝে মাঝে মহাপ্রভু যান সে বাটীতে।
এবার হ’য়েছে মন ঠাকুরকে নিতে।।
আসিয়া প্রভুর সঙ্গে কথা নাহি কয়।
জেনে মন নারায়ণ তার বাড়ী যায়।।
একদা সকালে প্রভু বসিয়া নির্জনে।
একমাত্র তারক বসিয়া প্রভুর স্থানে।।
হরিচাঁদ কহিলেন তারকের ঠাই।
চলরে তারক মোরা রাজপাট যাই।।
রাজপাট লালচাঁদ ক’ট করিয়াছে।
আমাকে খাওয়াবে আম সে খা’বে পাছে।।
গতহাতে ফতেপুরে আম কিনিয়াছে।
আর কত আম তার গাছে পাকিয়াছে।।
ঝাকা ভরি রাখিয়াছে তুলিয়া ঘরেতে।
আমি গেলে সেই আম মোরে দিবে খেতে।।
যাব কিনা যাব তাই ভাবি মনে মনে।
আমারে নিবে সে বেটা আসে বা না কেনে।।
তারক কহেন প্রভু যে ইচ্ছা তোমার।
ইচ্ছাময় তব ইচ্ছা, সে ইচ্ছা সবার।।
শুনিলাম শ্রীমুখেতে লালচাঁদ কথা।
আমার হ’য়েছে ইচ্ছা যাইবারে তথা।।
তাহা শুনি প্রভু কহে মনে হ’য়ে সুখী।
ক্ষণে থাক দেখি লালচাঁদ আসে নাকি।।
হেনকালে লালচাঁদ হইল উদয়।
পূর্বাকাশে রবি চারি দণ্ডের সময়।।
মাথে লম্বা চুল তার মুখে গোপ দাড়ি।
সন্ন্যাসীরা থাকে যেন বিশ্বেশ্বর বাড়ী।।
ঠিক যেন বন হ’তে পরমহংসেরা।
সুগন্ধেতে কাশী আমোদিত করে তারা।।
তেমতি বসিল এসে প্রভুর সম্মুখে।
ঠাকুর পরম সুখী লালচাঁদ দেখে।।
পরমহংস তাহারা উলঙ্গ থাকয়।
লালচাঁদ তেন কিন্তু উলঙ্গ সে নয়।।
ছিন্নবস্ত্র দিয়া মাত্র পরিয়াছে লেংটি।
তার এক কোণা দিছে তাগা সঙ্গে আটি।।
নিতম্ব বাহির ঠিক উলঙ্গের প্রায়।
দূর হতে দেখিলে উলঙ্গ বোধ হয়।।
বরণ তাহার ঘোর কাল স্থুলাকার।
কাল অঙ্গ মধ্যে আলো করে দীপ্তকার।।
ঠাকুরের মুখ তাকাইয়া লালচাঁদ।
বদনে ঈষৎ হাসি অন্তরে আহলাদ।।
তাহা দেখি তারক ভেবেছে মনে মনে।
এই বুঝি লালচাঁদ বুঝি অনুমানে।।
পূর্বে ছিল কপিল বশিষ্ঠ বেদব্যাস।
পরাশর কাত্যায়ন কণ্ব দিগবাস।।
মরীচি অঙ্গিরা শতাতপ সতানন্দ।
গৌতম বাল্মিকী অত্রি সিদ্ধমুনি বৃন্দ।।
আজন্ম কাননবাসী মহাযোগে যোগী।
ইনি কোন মহাজন এল কিবা লাগি।।
যতি হংসী গৃহী বনচারী কি সন্ন্যাসী।
প্রভু সঙ্গে লীলারঙ্গে মর্তলোকবাসী।।
ইতি উতি ভাবি বসিলেন সেইখানে।
ঠাকুরের বামে লালচাঁদের দক্ষিণে।।
এক হালসী কইমাছ আনিয়া ছিলেন।
ঠাকুরের সম্মুখেতে রেখে বসিলেন।।
ঠাকুর কহেন কি করিবি লালচাঁদ।
আম খেতে দিবি তোর মনে আছে সাধ।।
গাছে আছে আম আর কেনবা কিনিলি।
হাটে গিয়া বুঝি আম দেখে ভুলে গেলি।।
কেনা আম গাছে আম আমে আমদানী।
দুগ্ধ আমদানী কত বল তাই শুনি।।
ঠাকুর বলেন আর শুনাবি কি তাই।
দুগ্ধ আমদানী দোয়া আছে দুটি গাই।।
যারে লালচাঁদ, কল্য আমি যাইব।
মধ্যাহ্নে তোমার বাড়ী ভোজন করিব।।
মৎস্য দিকে লালচাঁদ চাহে বারে বারে।
প্রভু বলে মাছ কিছু দিবি নাকি মোরে।।