Page: 008

শ্রীশ্রীহরি লীলামৃতপৃষ্ঠা নং : ৮
আপনি এলেন ভার হরণ করিতে।
ভাবিলেন আরো ভার হ’ল আমা হ’তে।।
যদি বল তারা সতী গান্ধারীর শাপ।
শ্রীকৃষ্ণ ভাবিল কেন মম বংশ পাপ।।
আপনি রাখিতে হরি ব্রাহ্মণের মান্য।
হৃদয় ধরিল ভৃগুমুনি পদচিহ্ন।।
যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের সময়।
স্বহস্তে ব্রাহ্মণপদ শ্রীকৃষ্ণ ধোয়ায়।।
দুর্ব্বৃত্ত যদু বালক কারে নাহি মানে।
অহঙ্কারে মত্ত হ’য়ে না মানে ব্রাহ্মণে।।
শাম্বের পেটেতে কেন মূসল বাঁধিল।
কপালে সিন্দুর দিয়া শাড়ী পরাইল।।
পথমধ্যে বসাইল নারী সাজাইয়া।
দুর্ব্বাসাকে কহে সবে কপট করিয়া।।
কহ মুনি এই গর্ভে হ’বে কি সন্তান।
দ্বিজে উপহাস করে এমন অজ্ঞান।।
কৃষ্ণ যারে মানে এরা করে অপমান।
প্রকারেতে অপমান হন ভগবান।।
ইচ্ছা করে ইচ্ছাময় নাশিবারে বংশ।
দুর্ব্বাসা মুনির শাপে যদুকুল ধ্বংস।।
নিম্ববৃক্ষে কৃষ্ণ মরে মারিল অঙ্গদ।
সে তারা সতীর শাপ এই স্থলে শোধ।।
গান্ধারীর শাপে যদি যদুবংশ ক্ষয়।
তবে কেন যদুবংশে বজ্রবীর রয়।।
যদি বল দুর্ব্বাসার শাপে হয় ক্ষয়।
ইচ্ছাময়ের ধ্বংস ইচ্ছা এর অগ্রে হয়।।
দেখিতে দেখার আছে অনেক দ্রষ্টব্য।
মূলে ভূভার হরণ মারণ সুসভ্য।।
তিন যুগে পাষণ্ডীর মস্তক ছেদন।
কলিতে পাষণ্ডী সব নামাস্ত্রে দলন।।
ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই।
নাম দিয়া উদ্ধারিল জগাই মাধাই।।
সেই নাম প্রেমমধ্যে কলি প্রবেশিল।
প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল।।
এই সব কুটিনাটি খণ্ডন কারণ।
জীব উদ্ধারের জন্য হইল মনন।।
সে কারণ অবতার হৈল প্রয়োজন।
সফলা নগরী যশোমন্তের নন্দন।।
সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হ’ল।
হরিদাস নামে যত ভক্তে শিক্ষা দিল।।
করিবে গৃহস্থধর্ম্ম লয়ে নিজ নারী।
গৃহে থেকে ন্যাসী বাণপ্রস্থী ব্রহ্মচারী।।
ঋতুরক্ষা করিবেক জীব হত্যা ভয়।
কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়।।
গৃহধর্ম্ম গৃহকর্ম্ম করিবে সফল।
হাতে কাম মুখে নাম ভক্তিই প্রবল।।
পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে।
পর দুঃখে দুঃখ সচ্চরিত্র সদা র’বে।।
অদীক্ষিত না করিবে তীর্থ পর্য্যটন।
মুক্তি স্পৃহা শূণ্য নাই সাধন ভজন।।
এই ভাবে করিবেন জীবের উদ্ধার।
একারণ হৈল যশোমন্তের কুমার।।
কৃষ্ণের প্রতিজ্ঞা ভাগবতের বচন।
যুগে যুগে করিবেন ভূভার হরণ।।
সেকারণ-অবতার হৈল প্রয়োজন।
অবনীতে অবতীর্ণ পূর্ণব্রহ্ম হন।।
অগ্রে পাতকীর শিরোচ্ছেদ ধনু অস্ত্রে।
এ যুগেতে প্রেম দান হরিনাম মন্ত্রে।।
সব যুগে ভূভার হরিল নারায়ণ।
এবে কৃষ্ণভক্ত আদি করিতে শোধন।।
কৃষ্ণ ভক্ত শৌচ আচরণ কুটিনাটি।
শুদ্ধ প্রেম ভক্তি বৈষ্ণবেতে পড়ে ত্রুটি।।
অনেক কারণে হ’ল এই অবতার।
জীবের উপায় শুন্য গতি নাহি আর।।
জীবোদ্ধার প্রেমদান প্রতিজ্ঞা পালন।
অন্নপূর্ণা শচী বাঞ্ছা করিতে পূরণ।।
নারদ পূরাণে- আছে নারদ সংবাদে।
নারদের কাছে হরি কহিলা আহ্লাদে।।
শ্লোক।
কলৌ প্রমথসন্ধ্যায়াং লক্ষ্মীকান্তো ভবিষ্যসি।
সন্ন্যাসগৌরবিগ্রহে সান্ত্বয়ে পুরুষোত্তমে।।
শাস্ত্রগ্রন্থ ভাগবত করি সারোদ্ধার।
রচিল তারকচন্দ্র কবি সরকার।।
অথ দারু-ব্রহ্মে গৌরাঙ্গ মিলন।
পয়ার।
নবদ্বীপে আসি গোরা জীব উদ্ধারিল।
পরে শ্রীপুরুষোত্তমে লীলা সম্বরিল।।