Page: 216

শ্রীশ্রীহরি লীলামৃতপৃষ্ঠা নং : ২১৬


(বাদ পড়েছে : editing)

(বাদ পড়েছে : editing)

(বাদ পড়েছে : editing)

(বাদ পড়েছে : editing)


আনন্দের রাগাত্মিকা ভক্তি।

পয়ার।

আনন্দের পুত্র হ’ল আনন্দ অপার।
আনন্দ রাখিল তার নাম হরিবর।।
শ্রীহরির বরে জন্ম কি রাখিব নাম।
এ ছেলের রাখিলাম হরিবর নাম।।
তের মাস গর্ভবাস পড়ে হ’ল ছেলে।
ভাসিছে আনন্দ সুখ জলধির জলে।।
সবে বলে ধন্য ধন্য শ্রীহরি ঠাকুর।
অপুত্রক পুত্র লভে মহিমা প্রচুর।।