Page: 022

শ্রীশ্রীহরি লীলামৃতপৃষ্ঠা নং : ২২

বৈরাগীর বংশরথে বাসুদেবোদয় ।
সর্ব্ব লোকে তাহা দেখি মানিল বিস্ময় ।।
তাহা দেখি রামকান্ত কেঁদে কেঁদে কয় ।
বাসু এল বাশোঁ রথে জগা এলে হয় ।।
দেখরে জগৎবাসী দেখ দাঁড়াইয়া ।
বাসুদেব রথযাত্রা দেখ রে চাহিয়া ।।
মোর বাসু রথে সাজে নব জলধর ।
বলিতে বলিতে স্বেদকম্প থর থর ।।
রথের উপরে উঠি মনের হরিষে ।
রামকান্ত বাসুদেবে কোলে করি বসে ।।
হেন কালে এল কোলে প্রভু জগন্নাথ ।
দুই প্রভু দুই কোলে চলে যায় রথ ।।
কেহ বলে রথের হইল এক টান ।
কেহ বলে কে টানিল চলে রথখান ।।
মুহুর্ত্তেক চলি রথ হইল সুস্থির ।
ভূমিতে নামিল কান্ত চক্ষে বহে নীর ।।
প্রেমে গদ গদ হ’য়ে রামকান্ত কয় ।
দেখরে নগরবাসী দিন ব’য়ে যায় ।।
দেখ দেখ চেয়ে দেখ যত ভক্তগণ ।
জগা বাসো এক রথে অপূর্ব্ব মিলন ।।
প্রেমাবশে ধরায় দিতেছে গড়াগড়ি ।
কি ধ’রে টানিব রথ রথে নাই দড়ি ।।
জগা বাসো মিলন দেখিয়া সর্ব্বলোক ।
এইতো বৈকুণ্ঠ-মম এই তো গোলোক ।।
জগা বাসো দুইজন একত্র মিলন ।
এ মোর মথুরা পুরী এই বৃন্দাবন ।।
জগা বাসো সম্মিলন, অপূর্ব্ব মাধুরী ।
তারক রসনা ভরি বল হরি হরি ।।


রামকান্ত বৈরাগীর মানবলীলা সম্বরণ।

পয়ার।

কত দূরে গিয়া রামকান্ত কয় ।
টানিতে নারিব রথ তোরা চ’লে আয় ।।
বলিতে বলিতে ঘড় ঘড় শব্দ হয় ।
কেহ না টানিল রথ বেগে চলে যায় ।।
আশ্চর্য্য মানিয়া সবে দৃঢ়ভক্তি হ’য়ে ।
এক দৃষ্টে রথপানে সবে রৈল চেয়ে ।।
লোকভিড় নিকটে না সবে যেতে পারে ।
কেহ কেহ দূরে থেকে রথ দৃষ্টি করে ।।
কোন কোন ভাগ্যবান করে দরশন ।
জগন্নাথ বাসুদেব যুগল মিলন ।।
ঘড় ঘড় শব্দে রথখানা চলে এল ।
রামকান্ত পথ মাঝে বসিয়া রহিল ।।
কেহ বলে উঠ উঠ উঠ হে বৈরাগী ।
এখানে বসিলে কেন মরিবার লাগি ।।
অষ্টাঙ্গ লোটায়ে সাধু করে দন্ডবৎ ।
রামকান্ত উপরে উঠল গিয়া রথ ।।
পৃষ্ঠোপরে রথখানা উঠিল যখন ।
উঠে এক জ্যোতি প্রাতঃ সূর্য্যের মতন ।।
দেখিয়া সকল লোকে লাগে চমৎকার ।
রথ নীচ হ’তে যেন উঠে দিবাকর ।।
বিদ্যুতের ন্যায় তেজ রথোপরে গেল ।
জগন্নাথ বাসুদেবের অঙ্গেতে মিশিল ।।
পূর্ব্ব মুখ রথখান হইল সুস্থির ।
পথে পড়ে রইল রামকান্তের শরীর ।।
সকলে দেখিল গেছে ব্রহ্মরন্ধ্র ফাটি ।
রামকান্তের মৃতদেহে হ’ল পুষ্পবৃষ্টি ।।
রামকান্ত লীলা সাঙ্গ হরিবল ভাই ।
শ্রবণে গোলোকে বাস কাল ভয় নাই ।।
জগন্নাথ রথ হ’তে হ’ল অর্ন্তধান ।
বাসুদেবে ল’য়ে দ্বিজগণ গৃহে যান ।।
ভূবন পবিত্র হেতু রামকান্ত এল ।
এই রামকান্ত বরে হরি জনমিল ।।
রামকান্ত ভক্ত সব একত্র হইল ।
ঘৃতাগ্নি সংযুক্ত করি সৎকার করিল ।।
রামকান্ত মহাসাধু রসিক সমাজ ।
কান্তলীলা রচিল তারক রসরাজ ।।